নিউজ ডেস্ক: বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচনে মেয়র প্রার্থী রাবিনা খানের পোস্টার ও লিফলেটে শোভা পাচ্ছে বিতর্কিত বাংলাদেশি লুৎফুর রহমানের ছবি, ভোট জালিয়াতিতে আদালতের আদেশে মেয়র পদ হারিয়েছেন যিনি।
বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের পোস্টার- লিফলেটে দলীয় নেতা-নেত্রীদের ছবি দেওয়া হলেও যুক্তরাজ্যে সে রেওয়াজ না থাকায় বিষয়টি নিয়ে টাওয়ার হ্যামলেটসে বেশ আলোচনা চলছে। এই নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জন বিগসের জন্য ভোট চাইতে সম্প্রতি টাওয়ার হ্যামলেটসে আসেন লন্ডনের তিনটি আসন থেকে নির্বাচিত তিন বাঙালি ব্রিটিশ এমপি।
টানা দ্বিতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টে যাওয়া রুশনারা আলীর সঙ্গে টিউলিপ সিদ্দিক ও রূপা হক পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশে বিগসের জন্য ভোট চেয়ে বক্তব্য দেন। রুশনারা, টিউলিপ ও রূপা-তিনজনই লেবার পার্টির প্রার্থী হয়ে পার্লামেন্ট নির্বাচনে লড়েছিলেন।
গত বছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির জন বিগসকে হারিয়ে টাওয়ার হ্যামলেটসের মেয়র পুনর্নির্বাচিত হয়েছিলেন লুৎফুর। এবার ভোটের প্রচারণায় রাবিনা খানের পাশাপাশি কাউন্সিলর প্রার্থী আবু তালহার পোস্টার ও লিফলেটেও লুৎফুর রহমানের ছবি রয়েছে। বৃহস্পতিবারের নির্বাচনে মেয়র পদে রাবিনা ও বিগসসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত এপিলে আদালতের রায়ে মেয়র পদ হারানোর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞার মুখে পড়েন লুৎফুর। তার বিরুদ্ধে ভোট জালিয়াতি ছাড়াও কাউন্সিলের অর্থ বরাদ্দে অনিয়ম-দুর্নীতির প্রমাণ উঠে আসে আদালতে রায়ে। এছাড়া ধর্মীয় উগ্রপন্থিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে লুৎফুরের বিরুদ্ধে। এই কাউন্সিলের নির্বাহী মেয়র ও একজন কাউন্সিলর পদে পুনর্নির্বাচনে ভোট হচ্ছে ১১ জুন। নিজে নির্বাচনে অযোগ্য হয়ে কাউন্সিলর রাবিনা খানের প্রতি সমর্থন ঘোষণা করেছেন লুৎফুর। রাবিনার পোস্টার ও লিফলেটে লুৎফুরের ছবি ও বক্তব্য দেওয়া হয়েছে, যাতে রাবিনার পক্ষে ভোট চেয়েছেন তিনি।