জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সামপ্রতিক সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের ১৯তম দ্বিবার্ষিক সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন যথাক্রমে আগামী ২৭শে ও ২৮শে ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৭ সদস্যের এক নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী তফসিল এ রকম- মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১২ই ডিসেম্বর রাত ১০টা, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ ১৭ই ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২০শে ডিসেম্বর রাত ১০টা, নির্বাচন ২৮শে ডিসেম্বর, ভোট গ্রহণ সকাল ৯-৩০টা থেকে দুপুর ১টা, ২টা থেকে বিকাল ৫টা।
Leave a Reply