শীর্ষবিন্দু নিউজ: বিগঞ্জ শহরের প্রধান সড়কের সবুজবাগ এলাকায় হেলে পড়া ঝুঁকিপূর্ণ চারতলা একটি ভবন সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার বেলা ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসানের নেতৃত্বে প্রশাসনের লোকজন ভবনটি সিলগালা করে দেয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্মাণের সময় বিএনবিসির কোড অনুসরণ না করায় ভবনটি হেলে পড়ে। হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তর ওই ভবনটি সিলগালার জন্য জেলা প্রশাসনকে পত্র দিলে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার গত ৪ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভবনটি সিলগালার আদেশ দেন।
জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের লন্ডন প্রবাসী ইয়াছিন মিয়া ১৯৮০ সালে ভবনটি নির্মাণ করেন। এরপর ভবনটি ধীরে ধীরে উত্তর দিকে কিছুটা হেলে পড়ে। পরে পাশের ভবনের মালিকের ছেলে আবিদুর রহমান বুলবুল গত ২৮ এপ্রিল হবিগঞ্জ পৌরসভায় অভিযোগ দেন। বিষয়টি পৌরসভা জেলা প্রশাসনকে অবহিত করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান সরেজমিন পরিদর্শন করে ওই ভবনটি থেকে লোকজন সরিয়ে নিতে বাড়ির তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন।
Leave a Reply