উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম নির্ভর বেশ কিছু স্মার্টফোনে বাগ বা সফটওয়্যার ত্রুটি দেখা দিয়েছে। ‘উইন্ডোজ ফোন সেন্ট্রাল’ নামের একটি সার্ভিস ফোরামে এ তথ্য জানানো হয়। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ফোন ৮ নির্ভর নকিয়া লুমিয়া ৯২০ ও এইচটিসির ৮এক্স স্মার্টফোনে বাগ দেখা দিয়েছে। এ বাগের কারণে স্মার্টফোন চালু করার পরই তা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি এর কারণে ফোনের ব্যাটারির চার্জও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এ ছাড়াও নকিয়া লুমিয়া ৯২০ ব্যবহারকারীরা তাদের ফোনের স্ক্রিন কাজ করছে না বলেও অভিযোগ করছেন। উইন্ডোজ ফোন নিয়ে সমস্যায় পড়েছেন এমন অনেকেই ফোরামে লিখেছেন যে, প্রতিদিন বেশ কয়েকবার উইন্ডোজ ফোন রিবুট হচ্ছে। তবে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে না বলে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। ব্যবহারকারীরা আশা করছেন, শিগগিরই আপডেট এনে এ বাগ দূর করবে মাইক্রোসফট। প্রসঙ্গত, ৯ নভেম্বরে প্রথম ব্যাচের উইন্ডোজ ফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট। জানা গেছে, উইন্ডোজ ফোন ৮ নির্ভর নকিয়া লুমিয়া ৮২২, ৮২০, ৮১০ মডেল, স্যামসাংয়ের অ্যাটিভ এস ও এইচটিসির ৮এস শিগগিরই বাজারে আসবে। এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম জনপ্রিয় করতে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রতিষ্ঠানটি। তাঁদের অভিমত, বাজারে গুগল ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮ জনপ্রিয় হওয়া জরুরি, কেননা এর আগে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
Leave a Reply