বুধবার বিকেলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বাসভবনে নওয়াজ শরিফ শপথ নেন বলে জানিয়েছে ডন নিউজ। এর আগে পার্লামেন্টে ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৩৪২ ভোটের মধ্যে ২৪৪টি ভোট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, “ড্রোন হামলা বন্ধ হওয়া উচিত।”
গত ১ জুন নবনির্বাচিত এমপিদের নিয়ে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মখদুম জাভেদ হাশমি ৩১টি ভোট পেয়েছেন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মখদুম আমিন ফাহিম পেয়েছেন ৪২টি ভোট। ১১ মের সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। তাকে ভোট দেওয়ার জন্য পার্লামেন্ট সদস্যদের প্রতিও ধন্যবাদ জানান নওয়াজ।
১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন নওয়াজ। এর পর তাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে কূটনৈতিক সহায়তায় যাবজ্জীবনের সাজা মওকুফ করিয়ে সৌদি আরবে নির্বাসিত হন নওয়াজ। ২০০৭ সালে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরেন এই পিএমএল-এন নেতা। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। প্রায় ১৪ বছর পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও পাকিস্তানের ভাগ্য নির্ধারণের সুযোগ পেলেন ৬৩ বছর বয়সী নওয়াজ। তিনিই প্রথম পাকিস্তানি প্রধানমন্ত্রী যিনি ৬৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করলেন।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, আমরা অপরের সার্বভৌমত্বকে যেমন শ্রদ্ধা করি, তেমনি যুক্তরাষ্ট্রেরও উচিত আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে নওয়াজ বলেন, সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পন্থা গণতন্ত্র। পাকিস্তানে ক্ষমতা নয়, নীতির রাজনীতি শুরু হয়েছে। পাকিস্তানের জনগণ তার ওপর যে আস্থা রেখেছে, তা পূরণের অঙ্গীকার করেছেন বলেও জানান তিনি।
Leave a Reply