হজ্জ এবং উমরা ভিসায় যে সকল বিদেশি নাগরিক সৌদি আরব সফর করতে চান তাদের জন্য আঙ্গুলের ছাপ ও জীবন বৃত্তান্ত নেয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সৌদী কর্তৃপক্ষ। গত সোমবার প্রকাশিত ঘোষণায় বলা হয় স্ব স্ব দেশের বিশেষ প্রতিনিধির মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে। কিন্তু যারা কূটনৈতিক অথবা বিশেষ ধরনের পাসপোর্টের অধিকারী তাদের ক্ষেত্রে এ বিধান কার্যকর হবে না বলে জানিয়েছেন সৌদী তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আব্দুল আজিজ খোজা। মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বর্ণনা করার সময় তিনি এ তথ্য জানান। মন্ত্রী পরিষদের ২০২ নং সিদ্ধান্তের ৪ নং আর্টিকেলের সংশোধন অনুমোদিত হয়। এতে বলা হয় এ ব্যাপারে সৌদি আরব অনুমোদিত বহির্বিশ্বে তাদের মিশনগুলো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। মন্ত্রী পরিষদ আরো জানায়, কূটনৈতিক এবং বিশেষ পাসপোর্টধারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না। দ্বিতীয় বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দেয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রী পরিষদ। হজ্জ ও উমরাহ যাত্রীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাইয়ের সুফল পাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হজ্জ মন্ত্রণালয় সহযোগিতা করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপ-প্রধান মন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বৈঠকে সভাপতিত্ব করেন।
Leave a Reply