বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:২৮

আড়াই লাখ অভিবাসী শ্রমিকের আকামা সংশোধন করেছে সৌদি আরব

আড়াই লাখ অভিবাসী শ্রমিকের আকামা সংশোধন করেছে সৌদি আরব

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অভিবাসী শ্রমিক নতুন কোম্পানী এ পর্যন্ত প্রায় ২ লাখ ৪০ হাজার অথবা যেসব কোম্পানীতে তারা বর্তমানে কর্মরত আছে সেই কোম্পানীগুলোতে নিজেদের স্পন্সরশীপ বদলের মাধ্যমে আকামা সংশোধন করেছে। গত দুই মাস পূর্বে অবৈধ শ্রমিকদের বৈধকরণের সুযোগ দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব।

দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইতিমধ্যেই ১ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসী সৌদি ত্যাগ করেছে। তবে সর্বমোট ২ লাখ ৩৯ হাজার ৮শত ৮৩ জন অভিবাসী শ্রমিক তাদের আকামা সংশোধন করেছে। প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে গড়ে ৩৪ হাজার ২শত ৬২ জন শ্রমিক তাদের আকামা সংশোধন করছে বলে জানায় শ্রম মন্ত্রণালয়। নির্ধারিত মেয়াদকালে ২ লাখ ২১ হাজার ২শত ৩২ জন অভিবাসী শ্রমিক তাদের পেশা পরিবর্তন করেছে যেখানে ৩০ হাজার ১শ’ ৮০ জন বেছে নিয়েছে গড় পড়তা কাজ। বিবৃতিতে বলা হয়; এ পর্যন্ত ৪ লাখ ৬১ হাজার ১শত ৪৫ জন মন্ত্রণায় প্রদত্ত এই সেবা গ্রহণ করেছে। রিয়াদের শ্রম মন্ত্রণালয়ের কার্যালয় ৭৮ হাজার আটশত ৩৩ জন শ্রমিককে তাদের স্পন্সরশীপ বদলের জন্য সেবা কার্যক্রম বৃদ্ধি করেছে। দ্বিতীয় অবস্থানেই রয়েছে মক্কা, এখানে ৪৫ হাজার ৫শত ৭৬জন তাদের স্পন্সরশীপ বদল করেছে। বাহা কার্যালয়ে সবচেয়ে কম সংখ্যক অভিবাসী শ্রমিক তাদের স্পন্সরশীপ বদল করেছে। আগামী ৩ জুলাই এই কার্যক্রমের মেয়াদ শেষ হবে। এর আগেই আকামা সংশোধন ও স্পন্সরশীপ বদলের জন্য প্রচুর সংখ্যক অভিবাসী শ্রমিক বিভিন্ন কার্যালয়ে ভিড় করছে। তাদের এই উপস্থিতি সামলাতে শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রধান কার্যালয় ও তার ব্রাঞ্চগুলোর কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছে।

মন্ত্রণালয় জানায়, সর্বোচ্চ সংখ্যক অভিবাসী শ্রমিকদের বৈধকরণের জন্য ছুটি বাতিলের এই সিদ্ধান্ত। বৈধকরণের নির্ধারিত সময় শেষ হওয়ার পর পরই মন্ত্রণালয়ের কর্মচারীদের ছুটি অনুমোদন করা হবে। যারা ছুটি বিসর্জন দিবে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। যে সব কোম্পানীর অভিবাসী শ্রমিকরা বিনা অনুমতিতে ভিন্নস্থানে তাদের স্পন্সরশীপ বদল করবে সে সব কোম্পানীকে তাদের যৌক্তিক দাবি অনুযায়ী রিক্রুটমেন্ট ভিসাসহ ক্ষতিপূরণ দেয়া হবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024