শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে হিমাচল প্রদেশে একটি গিরিখাদে বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। শুক্রবার ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে ৩১০ উত্তরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বাসটি ১৫০ মিটার নিচে পড়ে যায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহতদের অধিকাংশই স্থানীয় কলেজের শিক্ষার্থী বলে সেখানকার পুলিশ কর্মকর্তা খাজানা রাম জানিয়েছেন। ভারতে প্রতিবছর এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানো, রাস্তাঘাটের বেহাল দশা ও পুরোনো যানবাহনকে দায়ী করা হয়।
Leave a Reply