বৃটিশ রাজ পরিবারে খুশির খবর। মা হতে চলেছেন যুবরানী কেট মিডলটন। সবকিছু ঠিকঠাক চললে আগামী মাসেই রাজ পরিবারের পক্ষ থেকে এই খবরের আনুষ্ঠানিক ঘোষণা হবে। গত মঙ্গলবার নিউইয়র্ক পোস্ট কেটের এক ঘনিষ্ঠ বান্ধবীর দাবি উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। জেসিকা হ্যা নামে কেটের ওই বান্ধবী অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বলেছেন, খুব শিগগিরই মা হবেন কেট। ঘরোয়া আলোচনায় কেটই তাকে এই খুশির খবর দিয়েছেন। তবে এখন রাজ পরিবারের অন্দরে বিষয়টি গোপন রাখা হয়েছে। ডিসেম্বরেই কেটের মা হওয়ার খবর প্রকাশ্যে আনা হবে। নবজাতককে বরণের জন্য রাজ পরিবারের পক্ষে এক গুচ্ছ রাজকীয় অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জেসিকার দাবি।
Leave a Reply