দুনিয়া জুড়ে ডেস্ক: গুরুতর অসুস্থ দক্ষিণ আফ্রিকার অবিসাংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে ম্যান্ডেলাকে শনিবার সকালে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সংক্রমণ গুরুতর হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে শনিবার এ খবর জানানো হয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, অনেকদিন ধরেই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণে ভুগছেন। শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলা কিছুদিন আগেও গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগেছেন। ফুসফুসের সংক্রমণ ম্যান্ডেলাকে গত কয়েক বছর ধরেই ভোগাচ্ছে। তার বর্তমান অসুস্থতা এই সংক্রমণেরই পুনরাবৃত্তি বলে চিকিৎসকরা জানান।
গত এপ্রিলেও ম্যান্ডেলাকে ১০দিন হাসপাতালে থাকতে হয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায়। সরকার ও জাতির পক্ষ থেকে ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট জুমা। একই সঙ্গে ম্যান্ডেলা ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে জনগণ ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে খ্যাত ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। এর আগে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করেন তিনি।
Leave a Reply