বিবিসির সাবেক বার্তা পরিচালক টনি হলকে বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টনি হলকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার পর বিবিসি ট্রাস্টের চেয়্যারম্যান লর্ড প্যাটেন বলেন,“বর্তমান সংকটে টনি হলই বিবিসিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে।”প্যাটেন আরো জানান, বিবিসির হারানো সুনাম ফিরিয়ে আনতে সাংবাদিক টনির অভিজ্ঞতা “অমূল্য” হিসেবে বিবেচিত হবে। সাংবাদিকতার পাশাপাশি টনি হল রয়েল অপেরা হাউজের মুখ্য নির্বাহির দায়িত্বও পালন করছেন। জর্জ এনটুইসলের পদত্যাগ করার পর টনিকে নিয়োগ দেওয়া হয়। চলতি মাসের শুরুতে বিবিসির নিউজনাইটে ব্রিটেনের সাবেক রাজনীতিবিদ লর্ড ম্যাকআলপাইনকে শিশু যৌন হয়রানির ঘটনায় ভুল করে অভিযুক্ত করার দায় স্বীকার করে জর্জ এনটুইসল পদত্যাগ করেন। এনটুইসল পদত্যাগের পর টিম ডেভি বিবিসির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
Leave a Reply