শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ শুক্রবার লন্ডনে বিবিসির নতুন সদর দফতর ‘নিউ ব্রডকাস্টিং হাউস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বিবিসির দফতরে এসে রানী একটি লাইভ মিউজিক পারফরমেন্স শোনেন, নিউজরুম ঘুরে দেখেন এবং বিবিসির একটি রেডিও স্টুডিওতেও ঢোকেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ বিবিসিতে তার প্রথম সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তার বাবা, মা এবং বোনের সঙ্গে বিবিসিতে এসেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, বিবিসির এই নতুন সদর দফতর বিবিসি কর্মীদের ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম হবে। লন্ডনের কেন্দ্রস্থলে বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউস থেকে তিরিশটির বেশি স্থানীয় রেডিও স্টেশন, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, তিনটি চব্বিশ ঘণ্টার নিউজ চ্যানেল এবং বিবিসির সব নিউজ বুলেটিনের কার্যক্রম পরিচালিত হয়। বিবিসির টেলিভিশন, রেডিও, নিউজ এবং অনলাইনের প্রায় ছয় হাজার কর্মী এই ভবনে কাজ করেন।
লন্ডনের একটি হাসপাতালে রানীর স্বামী প্রিন্স ফিলিপের একটি অস্ত্রোপচার হচ্ছে, তবে তা সত্ত্বেও তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি। বিবিসির নতুন সদর দফতরে রানীকে স্বাগত জানান বিবিসির চেয়ারম্যান ক্রিস প্যাটেন এবং মহাপরিচালক টনি হল। রানী প্রথমে বিবিসি রেডিও ওয়ানের স্টুডিওতে যান। এরপর তিনি বিবিসির রেডিও ফোরে একটি সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বিবিসির নতুন সদর দফতর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা দেন।
Leave a Reply