দি এইডেড হাই স্কুলের ৮৫ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুর্নর্মিলনী সফল করতে প্রচারনার অংশ হিসেবে এক মোটর শোভাযাত্রা শুরুর পূর্বে বক্তারা বলেন, পুর্নমিলনীর মাধ্যমে ছাত্র-শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সৃষ্টি হয়। শিক্ষার উন্নয়নে পুর্নমিলনী অনুষ্ঠান একটি মাইলফলক হিসেবে কাজ করে। এর দ্বারা নতুন ছাত্ররা প্রাক্তন ছাত্রদের কৃতিত্ব পূর্ন অবদানে উৎসাহিত হয়।
বৃহস্পতিবার বিকেলে তাতিঁপাড়াস্থ দি এইডেড হাই স্কুল প্রাঙ্গণ থেকে প্রাক্তন ছাত্র শিক্ষক পুনর্মিলনী সফল করার লক্ষে প্রচারণার অংশ হিসেবে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ,লামাবাজার, সুরমা মার্কেট, নয়াসড়ক, আম্বরখানা ও চৌহাট্টা পয়েন্টে প্রদক্ষিন করে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দি এইডেড হাই স্কুল পূর্নমির্লনী ২০১২ কমিটির আহবায়ক বিরাজ মানব চক্রবর্তী মানস নেতৃত্বে সদস্য সচিব হেলাল উদ্দিন জাবেদ, র্যালী উপকমিটির আহবায়ক আবু তাহের মো: ইয়াহিয়া, স্মরনিকা উপ কমিটির আহবায়ক ইকরামুল কবির, রেজিষ্টেন উপকমিটির আহবায়ক এবিএম এনায়েত হোসেন,আরিফুল হক, রানা কুমার সিনহা, বদরুজ্জামান সেলিম (প্রাক্তন ছাত্র ও শিক্ষক) , মিজানুর রহমান চৌধুরী, মুফতি বদরুন নূর,সামছুল বাসিত শোয়েব, রাজেশ সরকার ও জুবায়ের হোসেন প্রমুখ
Leave a Reply