স্বদেশ জুড়ে ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশন(রাসিক) নির্বাচনের মাত্র ৫ দিন আগে ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন রাজশাহী সচেতন নাগরিক সমাজ মনোনীত স্বতন্ত্র মেয়রপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। সোমবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
আগামী ১৫ জুন রাজশাহীসহ চার সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯২৭।গত ৩০ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১২ মে রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৬ মে রোববার। এছাড়া ২৭ মে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
২৯ দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য হচ্ছে— রাজশাহীকে সিঙ্গাপুরের মতো সোলার সিটি হিসেবে গড়ে তোলা। নগরীর ময়লা আবর্জনা সংগ্রহ করে ফার্টিলাইজার তৈরি ও বায়োগ্যাস নির্মাণ। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী হিসেবে রাজশাহীকে গড়ে তোলা। সংবাদ সম্মেলনে রাজশাহী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব সোহায়েব হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply