আর এক মাস পরই বড়দিন। প্রতিবারই বড়দিনকে একটু ভিন্নভাবে উদযাপন করতে চান সৌখিন মানুষেরা। এ বছরের বড়দিনকে যাঁরা ঝলমলে শিখার দ্যুতিতে আলোকিত করার কথা ভাবছেন, তাঁদের জন্য নতুন এক ক্রিসমাস ট্রি নিয়ে হাজির হয়েছে জাপানের রাজধানী টোকিওর গহনার দোকান ‘গিনজা তানাকা’। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি সোনা দিয়ে তৈরি করেছে একটি ক্রিসমাস ট্রি। আর সেটি ঘিরে রয়েছে মিকি মাউস, টিংকার বেল ও সিনড্রেলার মতো জনপ্রিয় ৫০টি ডিজনি চরিত্র। সোনা দিয়ে তৈরি বাহারি পাতাও রয়েছে এর শরীরজুড়ে। আট ফুট উচ্চতার এ ক্রিমসাস ট্রির ওজন ৪০ কেজি। অভিনব এ ক্রিসমাস ট্রির দাম জানতে চান? মার্কিন ডলারে এর দাম পড়বে প্রায় ৪২ লাখের মতো। এই ক্রিমসাস ট্রি দেখতে প্রতিদিন ‘গিনজা তানাকা’য় ভিড় জমাচ্ছে অসংখ্য দর্শনার্থী। এই ক্রিসমাস ট্রির আদলে বানানো ক্ষুদ্র কয়েকটি সংস্করণ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
Leave a Reply