স্বদেশ জুড়ে: হলফনামায় বদর উদ্দিন আহমদের তথ্য গোপন সম্পর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল হক চৌধুরীর অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জাবেদ আলী বলেছেন, এটা বিচারিক বিষয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার আলমপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূইয়া, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, রিটার্নিং অফিসার এজহারুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নগরীর আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সন্ত্রাসী-অস্ত্রবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে ১৮ দলীয় জোট প্রার্থীর দাবির ব্যাপারে জাবেদ আলী নেতিবাচক মনোভাব দেখান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলেও জানান তিনি। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।
Leave a Reply