শীর্ষবিন্দু নিউজ: ১৪ দল সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন। তিনি তার নির্বাচনী ইশতেহারে বলেন, সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবেন। তিনি সুরমা তীর সংরক্ষন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন। পাশাপাশি কওমী মাদ্রাসার উন্নয়নেও বিশেষ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার তেলিহাওরস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন কামরান।
অপর মেয়র প্রার্থী আরিফুল হকের নির্বাচনী ইশতেহারকে কল্পনাপ্রসূত ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেন কামরান। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি মাস্টারপ্ল্যান সামনে রেখে নগরীর উন্নয়নে কাজ করবেন। এ সময় ১৪ দল ও সম্মিলিত নাগরিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply