শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩

গ্রিসে মন্দায় রাষ্ট্রীয় গণমাধ্যম বন্ধ ঘোষণা

গ্রিসে মন্দায় রাষ্ট্রীয় গণমাধ্যম বন্ধ ঘোষণা

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: অর্থনৈতিক মন্দায় পড়ে গ্রিসে রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও ও টেলিভিশন চ্যানেল বন্ধ ঘোষণা করতে যাচ্ছে সে দেশের সরকার। বিভিন্ন তথ্য মতে, এতে প্রায় আড়াই হাজার সংবাদকর্মী বেকার হয়ে পড়বেন। মঙ্গলবার রাত থেকে ইআরটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। অপচয়ের স্বর্গ এই অভিযোগে গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম হেলেনিক ব্রডকাস্টিং করপোরেশনের (ইআরটি) সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

সরকারি এক মুখপাত্র সিমোস কেডিকোগ্লু সংবাদ মাধ্যমকে বলেন, “ইআরটিতে স্টেশনে স্বচ্ছতা নেই। সে কারণে এর এখানেই সমাপ্তি। তিনি বলেন, “বন্ধ হয়ে গেলে যারা বেকার হয়ে পড়বেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও এটিকে যখন আরো ছোট আকারে চালু হবে, তারা নতুন করে আবেদন করতে পারবেন।

এদিকে, ইআরটির বিদেশ শাখার প্রধান ওডিন লিনারদাতৌ বলেন, সরকারের এ ঘোষণায় সংবাদকর্মীরা হতবাক হয়েছেন। আমরা ভেবেছিলাম যে, খরচ আরো কমানো হবে। আমরা গণতান্ত্রিক গিসে এ ঘটনা মেনে নিতে পারিনা। গ্রিসে পাবলিক রেডিও স্টেশন, টিভি থাকবে না, এটা হতেই পারে না। মঙ্গলবার রাত থেকে ইআরটির সম্প্রচার বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বিবিসি  অনলাইন। প্রধান টেলিভিশন চ্যানেলে সর্বশেষ সংবাদ সম্প্রচারের পর সংবাদ উপস্থাপক  অ্যান্তোনিস আলাফোজিওর্জোস এটা গণতন্ত্রের ওপর আঘাত বলে সংবাদ শেষ করেন। এরপরই  টেলিভিশনের পর্দা কালো হয়ে যায়। ১৯৩৮ সালে ইআরটির যাত্রা শুরু হয়েছিলো। ইআরটির  মাধ্যমে দেশে তিনটি টেলিভিশন চ্যানেল ও চারটি রেডিও স্টেশনে সম্প্রচার কাজ  চলতো। জানা যায়, আবার শুরু চালু না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির আড়াই হাজার কর্মচারীর  সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রিস সরকারের এ সিদ্ধান্তের ফলে চারটি টিভি চ্যানেল, চারটি রেডিও স্টেশন, আঞ্চলিক রেডিও স্টেশনসহ বহির্বিশ্বের জন্য প্রচারিত ভয়েস অব গ্রিস বন্ধ হয়ে যাবে। গ্রিসের ইউনিয়নগুলো এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

বর্তমানে  অর্থনৈতিক মন্দায় গ্রিস বিপর্যস্ত । বেকারত্বের হার প্রায় ২৭ শতাংশ। ২০০৯ সালে  দেশটিতে ঋণসংকট দেখা দেয়ার পর আন্তর্জাতিক অর্থসহায়তা প্যাকেজের শর্ত মানতে গিয়ে  কয়েক বছর ধরে দেশটি কঠোর ব্যয়সংকোচন নীতি অনুসরণ করছে। এপ্রিলে ব্যয় সংকোচন  সংক্রান্ত একটি বিল গ্রিসের সংসদে পাস হয়েছে। এই বিলের আলোকে আগামী বছরের শেষ নাগাদ  গ্রিসের ১৫ হাজার সরকারি কর্মচারী তাদের চাকরি হারাবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024