বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৪৫

শাহপরান (র.) হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহপরান (র.) হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

/ ১৩৮
প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

সিলেট সদরের খামিপাড়ায় ৫০শয্যা বিশিষ্ট শাহপরান (র.) হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি। শুক্রবার সন্ধ্যায় নগরীর শাহপরান (রহ.) মাজার এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেন, মানব উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমরা বাংলাদেশের গ্রামে গ্রামে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দিতে সক্ষম হয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের দেশের স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার প্রত্যেকটি দিক বিশ্বের তুলনায় খুবই উন্নত। তিনি দেশ থেকে জঙ্গীবাদ দূর করে আইনের শাসন নিশ্চিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিচার শুরু হয়েছে। আশাকরি আগামী কয়েক মাসের মধ্যে এর ফলাফল পেয়ে যাবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবায় বর্তমান সরকার দেশের প্রায় ১২হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। স্বাস্থ্য ব্যাবস্থাপনায় সফলতার জন্য সাউথ সাউথ পুরষ্কার অর্জন করেছে বাংলাদেশ। তিনি দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমরা মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে চাই। সরকারীভাবে ইতিমধ্যে প্রায় ১২কোটি রোগীকে সেবা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। তিনি নির্মানাধীন হাসপাতালের কাজ আগামী ১বছরের মধ্যে সম্পন্ন হবে এবং এই সরকারের সময়েই এর উদ্বোধন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালকে দেশের অত্যাধুনিক হাসপাতালে পরিণত করতে সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার মিয়া মহালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল, সাবেক সচিব ড. একে এম মুবিন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মুর্শেদ, জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, আওয়ামীলীগ নেতা ইফতেখার হোসেন পিয়ার, জগলু চৌধুরী, আব্দুর রহমান জামিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, গোলাপগঞ্জ পৌর মেয়র জাকারিয়া আহমেদ পাপলু প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023