তৌহিদ হোসেন: মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ গত দুই দিন ধরেই ‘ক্লিনিকেলি ডেড’ । আরব দৈনিক আশরাক আল আউসাত থেকে এ তথ্য জানা যায়। পত্রিকাটি দাবি করেছে, বাদশাহর মেডিকেল স্টাফ নিশ্চিত করে বলেছে, বাদশাহর বেসিক অরগানগুলো আর কাজ করছে না। সুত্রটি আরও জানায়, বাদশাহর বাঁচা মরার বিষয়টি তিন থেকে চারদিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। তবে সৌদি রয়েল কোর্ট জানায়, বাদশাহর পিঠে ১১ ঘন্টার অপারেশন সফল হয়েছে। সৌদি নিউজ এজেন্সি বলেছে, ৮০ বছরের বেশি বয়স্ক বাদশাহর পিঠের লিগাম্যান্টের অপারেশন সফল হয়েছে। বাদশাহর ‘ক্লিনিকেল ডেথ’ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই তার উত্তররাধিকারী নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স সালমান (৭৬) পরবর্তীতে বদশাহ হতে পারেন। আশরাক আলাউসাতের সূত্রটি দাবি করেছে, প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ বাদশাহ হওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে, সৌদি রয়েল অফিস এ অভিযোগ অস্বীকার করেছে।
Leave a Reply