স্বদেশ জুড়ে: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে একই কেন্দ্রে ভোট দিয়ে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরীর স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে বুলবুলের আনারস প্রতীক পেয়েছে ৫২৯ ভোট, লিটনের তালা পেয়েছে ৩৬১ ভোট। একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
এর আগে এই কেন্দ্রে ভোট দেন তারা দুই জন। বুলবুল কেন্দ্রে যাওয়ার ১৫ মিনিট পর সেখানে যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদায়ী মেয়র লিটন। ৫ নম্বর কক্ষে ভোট দেন লিটন, আর বুলবুল ভোট দেন চার নম্বর কক্ষে। ভোট দেয়ার পর তারা দুজনেই সাংবাদিকদের সামনে একসাথে হন। লিটন ও বুলবুল উভয়ই বলেন, দুজনই সমৃদ্ধ রাজশাহী গড়ার স্বপ্ন দেখেন। রাজশাহীর উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবেন।
রাজশাহীতে ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। ১০টি সংরক্ষিত এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ভোট কেন্দ্র ১৩৭টি, ভোটকক্ষ ৮৭১টি। মেয়র পদে লিটন ও বুলবুলসহ প্রার্থী তিনজন। সাধারণ ওয়ার্ডে ১৫৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতীক তালা। ১৮ দলীয় জোটের সমর্থনে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুবদলের আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল; তার প্রতীক আনারস।
Leave a Reply