বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১০

খুলনায় বিজয়ী হলেন বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি

খুলনায় বিজয়ী হলেন বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি। ৬১ হাজারেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি পরাজিত করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে। ইতিমধ্যেই কেসিসি’র ২৮৮টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে।

চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী মনি (আনারস) পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৫৮ ভোট। কেসিসি নির্বাচন মনিটরিংয়ের জন্য খুলনা জিলা স্কুলে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রওয়ারি নির্বাচনী ফলাফলের ঘোষণা দেন রিটার্নিং অফিসার। শনিবারের নির্বাচনে খালিশপুরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ছাড়া ২৮৮টি কেন্দ্রের কোথাও তেমন কোনও অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমগ্র নগরীতে ৠাব, পুলিশ, বিজিবি এবং কোস্টগার্ড মোতায়েন করা হয়। প্রায় সাত হাজার নিরাপত্তা কর্মী শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

উল্লেখ্য, ১৬ লাখ জনগণ অধ্যুষিত খুলনা সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ভোটার মোট  ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৬২ জন। নির্বাচনে মেয়র পদে তিনজন,  সংরক্ষিত ১০টি মহিলা আসনে ৪৫ জন ও ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আ’লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক (প্রতীক তালা), বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি (প্রতীক আনারস) এবং জাতীয় পার্টি সমর্থিত খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির শফিকুল ইসলাম মধু (প্রতীক দোয়াত-কলম)। নির্বাচনে ২৮৮ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ৪২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুই হাজার ৮৫৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024