স্বদেশ জুড়ে: সদ্য সমাপ্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত তালুকদার আব্দুল খালেককে মিষ্টিমুখ করালেন নবনির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনি। শহরের গগনবাবু রোডে খালেকের বাসায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফুল ও মিষ্টি নিয়ে যান সদ্য বিজয়ী খুলনার মেয়র মনি।
এ সময় মেয়র মনিরুজ্জামান মনিকে অভিনন্দন জানিয়ে খুলনার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তালুকদার আব্দুল খালেক। প্রায় ঘন্টা খানের অবস্থানের পর মনি সেখান থেকে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আজমল আহমেদ তপনের মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি যান।
Leave a Reply