প্রতিবছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করতে চলেছে মার্কিন সাময়িকী ‘টাইম’। এ লক্ষ্যে ২০১২ সালে আলোচিত ৪০ জনের নাম প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিশ্বখ্যাত এই সাময়িকী। ‘গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, মনোনীত ব্যক্তিদের মধ্যে আছেন তালেবানের হামলার শিকার হওয়া পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাই, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার কাছে হেরে যাওয়া রিপাবলিকান নেতা মিট রমনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস, মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সোমালীয় বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো. ফারাহ। ‘টাইম’ সাময়িকীর ওয়েবসাইটে গিয়ে যে কেউ মনোনয়ন পাওয়া পছন্দের ব্যক্তিদের ভোট দিতে পারবেন। আগামী ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোটের ভিত্তিতে ১৪ ডিসেম্বর বর্ষসেরা ব্যক্তিত্বের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে মার্কিন সাময়িকীটি। বুধবার রাত নয়টা পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৮৩৭ ভোট নিয়ে সবার ওপরে আছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। দ্বিতীয় স্থানে থাকা উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা কিম জং-উন পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৬৬ ভোট। ১ লাখ ৮ হাজার ৮৯২ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। বারাক ওবামা আছেন অষ্টম স্থানে। তাঁর ভোটসংখ্যা ৪৬ হাজার ৩৪৩। এ ছাড়া বাশার আল আসাদ পঞ্চম, অং সান সু চি ১৪তম ও হিলারি ক্লিনটন ১৫তম স্থানে আছেন। হিলারির ঠিক পরের স্থানটি তাঁর স্বামী বিল ক্লিনটনের।
Leave a Reply