শীর্ষবিন্দু নিউজ: সিলেটে এখনো নির্বাচনী আমেজ কাটেনি। নির্বাচনের সহিংসতার জের ধরে নগরীর মজুমদারীতে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আবুল কশেম (২০) নামক যুবক আম্বরখানা বড়বাজার কাদের মিয়ার কলোনীর বাসিন্দা। গতকাল রোববার রাত ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তিনি হামলার শিকার হন। কাশেমের পারিবারিক সূত্র জানায়, শারীরিকভাবে তার অবস্থা আশংকাজনক। তাকে সিলেট ওসমানী হাসপাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ৪ তলার ৫ নং ওয়ার্ডে ভর্তি চিকিৎসাধীন আছেন।
এদিকে, নগরীর পীরমহল্লায় আরিফুল হক চৌধুরীর এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সাজু নামের আরিফুল হক চৌধুরীর এক এজেন্টকে মারধরের অভিযোগ আনেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ। জানা যায়, সাজু গৌছ উদ্দিন সেন্টারে আরিফুল হক চৌধুরীর এজেন্ট ছিলেন। আলী আহমদ জানান, ওই এলাকার জনৈক স্বেচ্ছাসেবক লীগ নেতার ক্যাডার আলী হোসেন ও সুহেল তাকে মারধর করে আহত করেছে। তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a Reply