বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯

রাষ্ট্রপতির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট

রাষ্ট্রপতির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: প্রধান বিচারপতির পরিবর্তে জাতীয় সংসদের স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ  দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার ড. ইউনুছ আলী আকন্দ নামের এক আইনজীবী এ রিট আবেদনটি করেন। রিটে সংবিধানের তৃতীয় তফসিল ৫৩ (ক) অনুচ্ছেদকে কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে আইনমন্ত্রী, জাতীয় সংসদ সচিবালয় সচিব ও জাতীয় সংসদের স্পিকারকে বিবাদী করা হয়েছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণ করতেন। কিন্তু এবার জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

তিনি বলেন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। সংবিধানের ৫৩(ক) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে স্পিকার কর্তৃক শপথ দেয়া সংবিধান ও আইনবহির্ভূত। এই অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর প্রতি আঘাত করা হয়েছে বলে রিটকারী আইনজীবী জানান।

১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করিয়েছেন। কিন্তু ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৃতীয় তফসিলের ১৪৮ অনুচ্ছেদের শপথ ও ঘোষণায় সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে প্রধান বিচারপতির বদলে স্পিকারকে রাষ্ট্রপতির শপথের দায়িত্ব দেয়া হয়। এর আগে সংবিধানে ১৪ বার সংশোধনী আনা হয়। কিন্তু কোনো সময়ই সংবিধানের এ বিধানে কোনো সরকার হাত দেয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024