বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:১৩

জালিয়াতি করে সিরিয়ান পাসপোর্ট ব্যবহার করছে আইএস

জালিয়াতি করে সিরিয়ান পাসপোর্ট ব্যবহার করছে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় জঙ্গি সংগঠন আইএস সিরিয়ার নাগরিকদের নাম ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করতে পারে। আর সে পাসপোর্ট ব্যবহার করে সংগঠনটির সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বাস্তবায়ন বিভাগের (আইসিই) এক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে এবিসি নিউজ। সেখানে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এজেন্সি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইএস জঙ্গিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের তৎপরতা সংক্রান্ত তথ্যগুলো জানায়।

এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কারবি গতকাল এক ব্রিফিংয়ে এবিসি নিউজকে বলেন, আইএসের যে পাসপোর্ট জালিয়াতির বিষয়ে দক্ষতা আছে সে বিষয়ে তারা অবগত আছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বাস্তবায়ন বিভাগের একজন নারী মুখপাত্র রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। তবে প্রতিবেদনের কোনো কপি দিতে রাজি হননি। আইসিইর ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সরকারি পাসপোর্ট প্রিন্টিং মেশিন এবং ফাঁকা পাসপোর্টগুলোতে প্রবেশাধিকার পেয়েছে আইএস। এতে করে সংগঠনটির সদস্যদের ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার শঙ্কা বেড়েছে।

অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, আইএসের কাছে সিরিয়ার বিভিন্ন নাগরিকের জীবন বৃত্তান্ত ও আঙুলের ছাপসংক্রান্ত তথ্য রয়েছে। সে কারণে পরিচিতি চুরি করে তা অপব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সির দেওয়া প্রতিবেদনের তথ্য উল্লেখ করে এবিসি নিউজ জানিয়েছে, গত ১৭ মাস ধরে সিরিয়ার রাক্কা এবং দার আয যহর শহরের নিয়ন্ত্রণে আছে আইএস। এটা হতে পারে যে, আইএস নিয়ন্ত্রিত এই শহরগুলো থেকে পাসপোর্ট নিয়ে অথবা ফাঁকা পাসপোর্টগুলো ব্যবহার করে সিরিয়া থেকে অনেকেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025