শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৯

বাংলাদেশ বিমান বহরে নতুন যোগ হলো ময়ুরপঙ্খি

বাংলাদেশ বিমান বহরে নতুন যোগ হলো ময়ুরপঙ্খি

শীর্ষবিন্দু নিউজ: প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ বিমান বহরে নতুন যোগ হলো নতুন বিমান ময়ুরপঙ্খি। শনিবার দুপুর ২.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে পাইলট ছিলেন ক্যাপ্টেন সাজিদ এবং এফ ও রহমান।

আধুনিক মডেলের ব্রান্ড নিউ বোয়িং বিমান ৭৩৭-৮০০ এর পাইলট হলেন ক্যাপ্টেন সাজিদ এবং এফও রহমান। এটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনা হয়েছে। এর এয়ারক্রাফ্ট রেজিস্ট্রেশন নং- এস২ এএইচভি। যুক্তরাষ্ট্রের তৈরি এ বিমানের নাম দেয়া হয়েছে ময়ুরপঙ্খি। ককপিটে রয়েছে কেবিন মনিটরিং ডিসপ্লে এবং নতুন ও শক্তিশালী ইঞ্জিন। যাত্রীদের জন্য আরামদায়ক কেবিনসহ জাতীয় পতাকার আদলে সিটের রং লাল এবং সবুজের মিশ্রনে তৈরি হয়েছে। এবং এটি যে কোনো আবহাওয়ায় চলার উপযোগী।

২০০৮ সালে এটি যুক্তরাষ্ট্রের কাছে অর্ডার দেয়া হয়েছিলো। এর প্রতি সিটেই বিনোদনের জন্য মনিটর সংযুক্ত করা হয়েছে। এতে রয়েছে ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটারের আধুনিক সংস্করণ (এফএমসি)। এছাড়াও স্থলের সাথে অটো যোগাযোগের পদ্ধতি রয়েছে। যাকে বলা হয় এসিএআরএস।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ, বিমান মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামান, বিমান মন্ত্রাণালয়ের সংসদীয় কমিটির সদস্য, বিমান বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ বিমানের এমডি কাইল হাইউড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024