শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের পর এবার বাহরাইন ইরানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, শিয়া আলেম নিমর আল নিমরের মৃত্যুদণ্ডের ঘটনা কেন্দ্র করে ইরানের সৌদি দূতাবাসে অগ্নিসংযোগ করে প্রতিবাদকারীরা। এর জবাবে রোববার সন্ধ্যায় দেশটির সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব।
এবারে আজ একই ঘোষণা দিয়েছে বাহরাইন। সৌদি দূতাবাসের ওপর কাপুরুষোচিত হামলার জবাবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।