বিনোদন ডেস্ক: পাওয়ার ভয়েস ২০১২ বিজয়ী হয়েছেন সজল। সর্বশেষ ছয়জন প্রতিযোগী থেকে তিনি বিজয়ী হন। ‘লুকিয়ে নয়, এবার গাও চুটিয়ে’-এ স্লোগানকে সামনে রেখে চ্যানেল নাইন এই আয়োজন শুরু করে। এর আগে শনিবার সন্ধ্যায় সঙ্গীতের প্রতিভা অন্বেষণ মূলক রিয়েলিটি শো পাওয়ার ভয়েস ২০১২-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল নাইন।
সেরা ছয়ে ছিলেন ঢাকার সজল, রাজু ও কর্নিয়া এবং খুলনার শামীম, ইভা ও চট্টগ্রামের বেলী। প্রথম রানার আপ হয়েছেন যৌথভাবে ইভা ও কর্নিয়া। দ্বিতীয় রানার আপ হয়েছেন রাজু। পাওয়ার ভয়েস বিজয়ী হিসেবে সজল পেয়েছেন নগদ ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এছাড়া প্রথম রানার আপ পেয়েছেন নগদ ৫ লাখ এবং দ্বিতীয় রানার আপ পেয়েছেন নগদ ৩ লাখ টাকা। প্রতিযোগীতার সর্বশেষ প্রতিযোগীরা হলেন- সজল, বেলী, রাজু, কর্নিয়া, ইভা ও শামীম।
গত বছরের ৩০ ও ৩১ আগস্ট রংপুর জেলায় অডিশনের মাধ্যমে শুরু হয় পাওয়ার ভয়েস ২০১২। এরপর ৩ ও ৪ সেপ্টেম্বর অডিশন হয় রাজশাহী জেলায়। ৯ ও ১০ সেপ্টেম্বর অডিশন হয় খুলনা জেলায়। ১৩ ও ১৪ সেপ্টেম্বর অডিশন হয় ররিশাল জেলায়। ১৮, ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর অডিশন হয় ঢাকা জেলায়। ২৪ ও ২৫ অডিশন হয় সিলেট জেলায়। ২৮ সেপ্টেম্বর অডিশন হয় কুমিল্লা জেলায়। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অডিশন হয় চট্টগ্রাম জেলায়। ৬ অক্টোবর অডিশন হয় ময়মনসিংহ জেলায়।
‘পাওয়ার ভয়েস ২০১২’-এর প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এছাড়া আরো ছিলেন বাপ্পা মজুমদার ও ইমন সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। এছাড়া অনুষ্ঠানে শীর্ষ ১১ জন প্রতিযোগীর পরিবেশনাসহ ঈগল ড্যান্স গ্রুপের নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন তানভীর খান।
Leave a Reply