আলোচনা চলছিল অনেকদিন থেকেই। অক্টোবরের শুরুর দিকে নকিয়ার পক্ষ থেকেই জানানো হয়, নানা ধরনের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে তারা তাদের নন-কোর অ্যাসেট বা অপ্রধান সম্পদগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সেই অপ্রধান সম্পদের মধ্যে তাদের ফিনল্যান্ডের এসপোতে স্থাপিত সদর দপ্তরটিকেও তালিকাভুক্ত করে তারা। বাল্টিক সাগরের তীরে অবস্থিত কাঁচ আর ইস্পাতের তৈরি এই নয়নাভিরাম সদর দপ্তরটি অবশেষে বিক্রি করে দিয়েছে নকিয়া। ফিনল্যান্ডের রিয়েল এস্টেট কোম্পানি এক্সিলিয়ন ২২২ মিলিয়ন মার্কিন ডলার বা ১৭০ মিলিয়ন ইউরোতে কিনে নিচ্ছে এই ভবন। অবশ্য এটাতে ঠিক বিক্রি বলে অভিহিত করছে না নকিয়া। তারা জানিয়েছে, ‘দীর্ঘ মেয়াদে’ এই ভবনটি এক্সিলিয়নের কাছে ‘লিজ’ দেওয়া হচ্ছে। তবে শেষ বিচারে এটি বিক্রিই হয়ে যাচ্ছে। উল্লেখ্য, নকিয়া দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে রয়েছে। অ্যানড্রয়েড এবং আইওএস-এর দাপটে নকিয়ার নিজস্ব সিমবিয়ান প্ল্যাটফর্ম এখন বাজারে বিলুপ্তপ্রায়। শুধু তাই নয়, মাইক্রোসফটের সাথে তারা যে উইন্ডোজ ফোনগুলো বাজারে এনেছে, সেগুলোও আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। ফলে ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না নকিয়া। কিছুদিন আগে তারা কর্মীও ছাটাই করে। তাতেও কুলিয়ে উঠতে পারেনি নকিয়া। শেষ পর্যন্ত সদর দপ্তরটি বিক্রি করে বড় অংকের টাকা হাতে আসল তাদের।
Leave a Reply