শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রবিবার নিরাপত্তা চেকে একটি লাগেজে বিস্ফোরক পাউডারের আলামত শনাক্ত হওয়ার পর বন্ধ করে দেয়া হয় সুইডেনের স্টকহোম-স্কাভস্তা বিমানবন্দরেবন্দর। এ ঘটনার পর কর্তৃপক্ষ হাই অ্যালার্ট জারি করে।
পুলিশ কর্মকর্তা রোনাল্ড লিন্ডকভিস্ট বলেন, ব্যাগেজ ও ডিপারচার হল থেকে লোকজনকে সরিয়ে ফেলা হয়। এতে বহির্গামী ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমান অবতরণে কোনো সমস্যা হয়নি। কয়েকটি অংশ থেকে লোকজন সরিয়ে ফেলা হয়। কয়েক ঘন্টা তল্লাশী শেষে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পূনরায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে বিমানবন্দরে বলে জানায় পুলিশ।