সিলেটে জ্যোৎস্না বিলাস এবং পূর্ণ চন্দ্র দর্শন আয়োজন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পেছনের আলুরতল পাহাড়ের ওপর খালি চোখে এবং চোখে টেলিস্কোপ লাগিয়ে চাঁদ দেখার আয়োজন করা হয়েছে। গভীর রাত পর্যন্ত সেখানে জ্যোৎস্না ও পূর্ণিমা উপভোগ করবে চন্দ্রপ্রেমী শত শত তরুণ-তরুণী।
এ টু জেড ফেসবুক গ্রুপ এর আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোপার্নিকাস অ্যাসট্রোনমিক্যাল মেমোরিয়াল সাস্ট, প্রান্তিক পর্ষদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শিশুদের আর্টস বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অব আর্টস এর সহযোগিতায় রয়েছে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, রোববার পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। অন্যদিনের তুলনায় চাঁদকে দেখাবে ১৪ ভাগ বড় ও ৩০ ভাগ বেশি উজ্জ্বল। এসময় চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার দূরে অবস্থান করবে। ২০১৩ সালের আগস্ট মাসের আগে আর পৃথিবীর এতটা কাছাকাছি আসবে না চাঁদ।
Leave a Reply