শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:৩৩

একজন মাত্র ছাত্রীর জন্য রেলস্টেশন চালু রেখেছে জাপান

একজন মাত্র ছাত্রীর জন্য রেলস্টেশন চালু রেখেছে জাপান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন মাত্র একজন ছাত্রীর জন্য এখনো চালু রয়েছে, যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে। জায়গাটি জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তের কামি শিরাতাকি স্টেশন। মেয়েটির ঘড়ি ধরেই স্টেশনে ঢোকে ট্রেনটি।

জাপানের হোক্কাইডো দ্বীপের এক প্রান্তে কামি শিরাতাকি স্টেশন। আগে এই স্টেশনে একাধিক ট্রেন দাঁড়াত। কিন্তু যাত্রী কোথায়! এরপরই এই স্টেশনটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় জাপান রেলওয়ে। তখনই বিষয়টি নজরে আসে রেল কর্মকর্তাদের। ছুটির দিন বাদে স্টেশন থেকে প্রতিদিনই একজন ট্রেনে ওঠে। সেখান থেকে ট্রেনে চড়েই স্কুলে যায় একটি মেয়ে। ট্রেন না চললে তার স্কুলে পৌঁছতে কষ্ট হবে। তাই মেয়েটির পড়ালেখার কথা চিন্তা করে সেই স্টেশনটি চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে, ট্রেনের টাইমটেবল দেখে স্টেশনে আসে না মেয়েটি। তার স্কুলে যাওয়ার সময় অনুযায়ী স্টেশনে ট্রেন ঢোকে। সারা দিনে একটি ট্রেনই এই স্টেশন দিয়ে চলাচল করে। আর তাকে স্কুলে পৌঁছে দেয়া ও বিকেলে ফের স্টেশনে নামিয়ে দিয়ে যাওয়াই এখন ওই ট্রেনটির কাজ। যত দিন না সে স্নাতক হচ্ছে তত দিন এই পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024