বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২০

বৃটিশ ছেলেমেয়েদের উগ্রপন্থা থেকে রুখতে সরকারের নতুন উদ্যোগ: এডুকেশন এগেইনেস্ট হেইট

বৃটিশ ছেলেমেয়েদের উগ্রপন্থা থেকে রুখতে সরকারের নতুন উদ্যোগ: এডুকেশন এগেইনেস্ট হেইট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পরপর কয়েকটি ঘটনায় মুসলমানদের নামে কর্মকান্ড বিষয়ে বেশ চিন্তিত ব্রিটিশ সরকার। তাই এবার স্কুল শিক্ষার্থীদের উগ্রপন্থা থেকে রক্ষা করতে এডুকেশন এগেইনেস্ট হেইট শিরোনামে একটি ওয়েব সাইট চালু করেছে সরকার।

মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীন একাডেমীতে ওয়েব সাইটির উদ্বোধন করেন বৃটিশ এডুকেশন সেক্রেটারী নিকি মর্গান এমপি। ওয়েব সাইটে শিশু-কিশোরদের উগ্রপন্থা থেকে রক্ষা করতে সহায়ক সব ধরনের তথ্য ও পরামর্শ পাবেন শিক্ষক ও অভিভাবকরা।

বেথনাল গ্রিন একাডেমীর ১৫ ও ১৬ বছরের তিন ছাত্রী গত বছর ফেব্রুয়ারীতে তুরস্ক হয়ে সিরিয়ার আইএসে যোগ দিয়েছেন বলে ধারণা করা হয়। এ তিন কিশোরীর দুজনই ছিল বাংলাদেশি অরিজিন। মূলত এরপর থেকে বেথনালগ্রীণ একাডেমি বৃটিশ মূলধারার মিডিয়ায় ছিল বেশ আলোচিত।

স্কুল কলেজে বোরকা পরা নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা, এমন প্রশ্নের জবাবে এডুকেশন সেক্রেটারী নিকি মর্গান জানান, কে কি পরবে, তা নিয়ে সরকার মাথা ঘামাবে না। তবে বিভিন্ন জায়গায় গড়ে উঠা অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করেছে এডুকেশন সেক্রেটারী নিকি মর্গান।

ওয়েব সাইটটি উদ্বোধন করেন এডুকেশন সেক্রেটারী আশা প্রকাশ করে বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় এ ওয়েবসাইটটি গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024