ফারহাত আহমেদ: ইয়াহু মেসেঞ্জারের চ্যাটরুম সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু। ব্যবহারকারীদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি মুনাফা না হওয়ার বিষয়টিও এ সিদ্ধান্তের অন্যতম কারণ। ১৪ ডিসেম্বর থেকে সেবাটি আর ব্যবহার করা যাবে না। ১৯৯৮ সালে অনলাইন মেসেজিং টুল হিসেবে যাত্রা শুরু করে ইয়াহু মেসেঞ্জার। এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে বিনা মূল্যে টেঙ্ট, ভয়েস ও ভিডিও চ্যাট করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। বিষয় এবং অঞ্চলভেদে আলাদা চ্যাটরুমে পছন্দমতো বিষয়ে চ্যাট করার সুযোগ থাকায় সেবাটি দ্রুত জনপ্রিয়তা পায়। তবে বিগত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে এর ব্যবহারকারীর সংখ্যা কমে যেতে থাকে। পরে ইয়াহু মেসেঞ্জারের বিরুদ্ধে অশ্লীল চ্যাট করার সুযোগ তৈরি করার অভিযোগও ওঠে। অভিযোগ আমলে নিয়ে ২০০৫ সালে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন সরিয়ে নেয় মেসেঞ্জারের চ্যাটরুম থেকে। ফলে ইয়াহুর কাছে অর্থনৈতিকভাবে গুরুত্ব হারায় এ সেবা।
Leave a Reply