এমিরেটস এয়ারলাইন সম্মানজনক সেন্টার ফর এভিয়েশন (কাপা) এয়ারলাইন অব দি ইয়ার-২০১২ পুরস্কার লাভ করেছে। তৃতীয়বারের মতো এ পুরস্কার পেল এমিরেটস।
এয়ারলাইন শিল্পের উন্নয়নে সর্বাধিক অবদানের স্বীকৃতিস্বরূপ কাপা এয়ারলাইন অব দি ইয়ার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এমিরেটসের পক্ষে এয়ারলাইনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল অপারেশন্স সালেম ওবায়দাল্লা পুরস্কারটি গ্রহণ করেন। প্রতি বছর যেসব যাত্রী এমিরেটসে ভ্রমণ করে থাকেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যাত্রীদের প্রত্যাশিত উন্নত সেবায় আমাদের কঠোর প্ররিশ্রম অব্যাহত থাকবে।’
কাপা সংশ্লিষ্ট অঞ্চলে এয়ারলাইন বিমানবন্দর, সরকার, নিয়ন্ত্রণকারী এজেন্সি, পর্যটন কর্তৃপক্ষ ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ ও বিশেষজ্ঞ সেবাপ্রদানকারী একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, কাপার সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনীতে অবস্থিত।
Leave a Reply