বুধবার, ১৮ জুন ২০২৫, ০৭:১৩

গাছ মানব আবুলের চিকিৎসা খরচ বহন করবে সরকার

গাছ মানব আবুলের চিকিৎসা খরচ বহন করবে সরকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাছ মানব আবুল বাজনদারের সম্পূর্ণ চিকিৎসা খরছ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।  বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে আবুল বাজনদারকে দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ট্রি-ম্যান রোগে আক্রান্ত আবুল বাজনদারকে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। তাকে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি পাঠানো হবে। চিকিৎসার খরচ সরকার বহন করবে।

মোহাম্মদ নাসিম আরও বলেন, আমরা তাকে (আবুল বাজনদার) স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। হাসপাতালের চিকিৎসকরাও তাকে বাঁচানোর চেষ্টা করছে। এ রোগের ব্যাপারে দেশ-বিদেশের চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। আবুল বাজনদারকে বিরক্ত না করার জন্য সবার প্রতি আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025