গ্যালারী থেকে ডেস্ক: বাংলাদেশের জন্য এবারের আইসিসি মিটিংটা বেশ গুরুত্বপূর্ণ। যে দুটো ইস্যু নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তার একটি হলো ২০১৪ সালে বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু ধরে রাখা। দ্বিতীয়টি হচ্ছে-আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) রিপোর্ট। এই ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটের ভিত নড়ে যেতে পারে। সেজন্য আকসু রিপোর্ট নিয়ে বেশি উদ্বিগ্ন থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে বৃহস্পতিবার। এজিএমে যোগ দিতে মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইসিসি কার্যনির্বাহী কমিটির বৈঠক হবে একদিন পর। আইসিসির বৈঠকে যোগ দেওয়া ছাড়াও বিসিবি সভাপতি আকসু কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। তাদের মধ্যে বিপিএল ফিক্সিং তদন্ত রিপোর্ট নিয়ে তো আলোচনা হবেই পাশাপাশি আন্তর্জাতিক ফিক্সিং নিয়ে কথা হবে।
আকসু চেয়ারম্যানের বিপোর্ট গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে তুলে ধরেছে আইসিসি। কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি ভেন্যুর বিকল্প নিয়ে কিছু উল্লেখ নেই। তবে অন্যান্য ইস্যুতে বিষয়টি আছে। অতএব এনিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই বাংলাদেশের। বরং যথা সময়ে ভেন্যু সংস্কার করতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে। সিইও মিটিং দিয়ে লন্ডনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আইসিসির বৈঠক পর্ব। দুইদিনের এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে। বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এই বৈঠকে যোগ দিয়েছেন।
Leave a Reply