শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের ১৫টি চ্যানেলের লাইসেন্স বাতিল ও অপর ৭টি চ্যানেলের সম্প্রচার ৩০ দিনের জন্য স্থগিত করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জানা যায়, লাইসেন্সের শর্তাদি পালনে ব্যর্থ হওয়ায় চ্যানেলগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে। চ্যানেলগুলোর অধিকাংশই আঞ্চলিক পর্যায়ে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে থাকে বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গভিত্তিক সারদা গ্রুপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে না জানিয়েই টেলিভিশন চ্যানেলের সম্প্রচার কার্যক্রম চালানোয় তাদের বিরুদ্ধে আপলিংকিং ও ডাউনলিংকিং নীতিমালা লঙ্ঘণের অভিযোগ ওঠে। এ ছাড়াও ৩৮টি চ্যানেলকে সরকারের অনুমতি ছাড়া তাদের পরিচালনা পর্ষদের পরিবর্তন ও মালিকানার ধরন পাল্টানোর কারণে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
কয়েক বছরে ৮৭৭টি বিনোদন ও সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের অনুমতি দেয় ভারত সরকার। অনুমতি ছাড়া চ্যানেলগুলোর ধরন পাল্টানোর পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার ৩৬৮টি চ্যানেলকে মালিকানা বা অংশিদারিত্ব এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নোটিশ জারি করে। কিন্তু ওই নোটিশে কোনোরূপ সাড়া না পাওয়ায় ১৫টি চ্যানেলের লাইসেন্স বাতিলসহ সম্প্রচার বন্ধ এবং ৭টি চ্যানেলের লাইসেন্স স্থগিত করে কর্তৃপক্ষ।
Leave a Reply