শীর্ষবিন্দু নিউজ: সিলেট, বরিশাল, খুলনা ও রাজমাহী সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করবেন আগের এক নম্বর প্যানেল মেয়ররা। শুক্রবার সকালে স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি সংশ্লিষ্ট বিভাগগুলোতে দেয়া হয়েছে। আজ সরকারি ছুটির দিনেও স্থানীয় সরকারের সিটি করপোরেশন বিভাগ খোলা রাখা হয়।
সূত্র মতে, এদের মধ্যে যারা ‘এক’ নম্বর প্যানের মেয়র ছিলেন তাদের কেউ কেউ বিজয়ী হয়েছেন, আবার পরাজিতও হয়েছেন। বিজয়ী বা পরাজিত যাই হোন তাতে কিছু এসে যাবে না। যিনি আগে এক নম্বর প্যানেল মেয়র ছিলেন তিনিই এখন মেয়রের দায়িত্ব পালন করবেন। এই চিঠিতে এটা স্পষ্ট হলো আগামী তিন মাসের আগে দায়িত্ব পাচ্ছেন না চার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা।
Leave a Reply