শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬

ড্রেন-নালা পরিস্কারে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন

ড্রেন-নালা পরিস্কারে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বর্ষার সময় যাতে জলাবদ্ধতা না হয় সেজন্য সিলেট মহানগরীর নালা নর্দমা পরিস্কার করার কাজে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বিশেষ অভিযানের অংশ হিসেবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ১০টি গ্রুপে বিভক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) থেকে শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। ড্রেন থেকে ময়লা আবর্জনা তোলার পর তা দ্রুততার সাথে সরিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে টানা ১০দিন এই বিশেষ অভিযান চলবে। এই কার্যক্রম চলাকালে বক্স ড্রেনগুলো উন্মুক্ত করে পরিস্কার করা হবে এবং দ্রুততার সাথে আবর্জনা সরানো হবে। অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট মহানগরীর ১৫টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের শতাধিক পরিচ্ছন্নতাকর্মী একযোগে ড্রেন পরিস্কার করার কাজে অংশ নেয়।

প্রথম দিনে চৌকিদেখী-খাস্দবির-আম্বরখানা মেইন রোড এর পশ্চিম পাশ এর ড্রেন, আম্বরখানা পয়েন্ট-দরগাহ-চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত উভয় পার্শে¦র ড্রেন, চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে পাঁচ পীরের মাজার পর্যন্ত উভয় পর্শ্বের ড্রেন, পাঁচ পীরের মাজার হতে দূর্গাকুমার পাঠশালা হয়ে জেলরোড হয়ে শিশুপার্ক পর্যন্ত, নিরাময় ক্লিনিকের সামনের ড্রেন, কদমতলী ফল মার্কেটের পিছন থেকে আসমা ম্যানশন এর পিছন হয়ে ঢাকা বাইপাস রোড এবং বঙ্গবীর রোড তিনপাড়া পুলের মুখ হয়ে নুরজাহার মেমোরিয়েল মহিলা কলেজ পর্যন্ড ড্রেন, নয়াসড়ক পয়েন্ট থেকে মানিকপীর টিলা হয়ে কুমারপাড়া পয়েন্ট পর্যন্ত উভয় পার্শ্বের ড্রেন, নাইওরপুল পয়েন্ট থেকে মিরাবাজার হয়ে টিলাগড় পর্যন্ত উভয় পার্শ্বের ড্রেন, নবাব রোড হয়ে ঘাসিটুলা পর্যন্ত ড্রেন পরিস্কার করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের চীফ কনজারভেন্সী অফিসার মোঃ হানিফুর রহমান জানান, ড্রেন ও নালায় যেসব আবর্জনা পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই হোটেল ও রেস্তোরার উচ্ছিষ্ট আবর্জনা এবং পলিথিন। এসব ময়লা আবর্জনা পরিস্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের অনেক বেগ পোহাতে হচ্ছে।

তাছাড়া ড্রেনের মধ্যে এসব আবর্জনা ফেলার কারণে ড্রেনের মধ্য দিয়ে পানি প্রবাহে মারাত্বক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব কারণে এসব ময়লা আবর্জনা ড্রেনে না ফেলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। -বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024