বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও শ্রীলংকায় গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের বছরগুলোর তুলনায় কমেছে। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ। বুধবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের বার্ষিক ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে’ এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিনিয়োগ বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ এক হাজার ২৯২ দশমিক ৫৬ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বেশি। একই বছর সারা পৃথিবীতে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে এক দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার, যা তার আগের বছরের তুলনায় ১৮ শতাংশ কম। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদ বলেন, বিশ্ব মন্দার মধ্যেও আমরা বিনিয়োগ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি, এটা অনেক ভালো। তবে আমাদের আরো বিনিয়োগ দরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলেন, বিরাট এক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে পৃথিবী চলছে। এর মধ্যে প্রবৃদ্ধির ধরে রাখতে পেরে আমরা খুবই আশাবাদী। প্রতিবেদনে বলা হয়, গত বছর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে ভারত, ২৫ হাজার ৫৪৩ মিলিয়ন ডলার। বিনিয়োগের এই পরিমাণ আগের বছরের চেয়ে ১০ হাজার ৬৪৭ মিলিয়ন ডলার কম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান।
Leave a Reply