শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪

মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা, বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন  দাবিতে গতরোববার ১৮ দলীয় জোটের ডাকা ৮ ঘণ্টা রাজপথ অবরোধ কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের সশস্ত্র হামলায় ৪ জন নিহত এবং ৬ শতাধিক গ্রেফতার ও ৫ শতাধিক নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে এই হরতালের আহবান করা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচি ঠিক করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। এছাড়া সরকারের দমন-পীড়নের প্রতিবাদে সোমাবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। রোববার রাত ৮টা ১০ মিনিটে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।  বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, মির্জা আববাস, ড. আবদুল মঈন খান, বেগম সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024