শীর্ষবিন্দু নিউজ: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী অ্যাড. আজমত উল্লাহ খানকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এরশাদ দলের পক্ষে এ সমর্থনের কথা জানান।
কিন্তু এরশাদ বরাবর বলে আসছিলেন গাজীপুরে কাউকে সমর্থন নয়- এই বিবৃতির ২৪ ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থন দিলেন এইচ এম এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টির মনোয়ন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল। এক পক্ষ দাবি করেছিলেন তাকে আমি সমর্থন দিয়েছে। কিন্ত এ বিষয়টি পরিস্কার করার জন্য আমরা যেহেতু মহাজোটে আছি সেজন্য আমি মহাজোটর প্রার্থীকে সমর্থন দিলাম।
এরশাদ বলেন, আজমত উল্লাহ ও অধ্যাপক এম এ মান্নান আমার কাছে দোয়া চাইতে এসেছিল। আমি তাদের দুইজনকে দোয়া করেছিলাম। এর মধ্যে আজমত দোয়ার কথা প্রচার করলেও অধ্যাপক মান্নান দোয়া ও সমর্তন দেওয়ার কথা প্রচার করেন। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। এরশাদ তার দলীয় নেতাকর্মীদের আজমতের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যেহেতু জাতীয় পার্টি এখনো মহাজোটে রয়েছে এবং গাজীপুরে মহাজোটভুক্ত ১৪ দল সমর্থিত প্রার্থী রয়েছে, তাই ওই প্রার্থীর প্রতি জাতীয় পার্টি সমর্থন দিচ্ছে। তবে আগামী নির্বাচন আলাদা নির্বাচন করবে জাতীয় পার্টির। অন্য কারো সুবিধার জন্য মহাজোট ছাড়বে না জাতীয় পার্টি।
Leave a Reply