শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯

স্থায়ী বসবাসের সুযোগ

স্থায়ী বসবাসের সুযোগ

২৫ বছরের বেশি সময় ধরে আরব দেশগুলোতে কাজ করছেন এমন শ্রমিকদের আকামা মুক্ত করে দেয়া (কর্ম বা বসবাসের ক্ষেত্রে) অথবা স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়ার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের একজন কর্মকর্তা। যাতে করে আকামা (স্পন্সর) পদ্ধতিতে আরব দেশগুলোতে থাকতে পারেন শ্রমিকরা।

একইসঙ্গে তাদের জন্য নাগরিকত্বের পথ উন্মোচন করার উচিত বলেও উল্লেখ করেছেন আন্তর্জাতিক শ্রমিক সংস্থায় (আইএলও) সৌদি আরবের প্রতিনিধি আবদুল্লাহ সাদিক দাহলান। তিনি বলেছেন, এটা এজন্য প্রয়োজন যে শ্রমিকেরা এমনভাবে আমাদের সমাজের গভীর স্তর পর্যন্ত পৌঁছে গেছেন, তাদের জন্য নিজেদের দেশে ফিরে যাওয়া অনেক ক্ষেত্রে সমস্যার তৈরি করছে। গালফ নিউজ জানিয়েছে, দাহলান মনে করেন দুই বছর আগে সৌদী আরবের নাগরিকত্ব পাওয়ার জন্য করা প্রস্তাব বিদেশী শ্রমিকদের জন্য সহায়ক। তিনি বলেন, তার দেশে ৬০ লাখের বেশি বিদেশী শ্রমিক রয়েছেন। এদর মধ্যে মাত্র ২০ থেকে ৩০ হাজারের বিরুদ্ধে বাৎসরিক বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অন্যরা আইন মেনে দেশটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024