শীর্ষবিন্দু বিনোদন ডেস্ক: মেয়ে আরাধিয়ার জন্মের পর দীর্ঘদিন চলচ্চিত্রজগত থেকে দূরে ছিলেন বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দীর্ঘদিন পর চলচ্চিত্রজগতে ফিরছেন ঐশ্বরিয়া। তাই আবারও টিনসেলে পা রাখবেন ওই সাবেক বিশ্ব সুন্দরী। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
জানা যায়, প্রযোজকরা যতদিন না কোনো ঘোষণা দিচ্ছেন ততদিন এ বিষয়ে মুখ খুলবেন না অ্যাশ। পরিচালক কারান জোহর এবং সঞ্জয় লীলা বনসালী তাদের পরবর্তী সিনেমায় তাকে কাস্ট করার পরিকল্পনা করছেন বলেও শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। কয়েক মাস ধরেই বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অ্যাশ। তবে সে সময় সঙ্গে তার মেয়েও ছিল। তার মাও সঙ্গে ছিলেন। কিন্তু এখন মেয়েকে রেখেই সিনেমার কাজ শুরু করবেন তিনি। সম্প্রতি নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছেন অ্যাশ। ব্যায়াম করে নিজের ফিগারকে আগের মতো আকর্ষণীয় করে তুলছেন তিনি। গোপন এক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন এবং সেখান থেকে তার পছন্দসই চিত্রনাট্য আলাদা করেও রেখেছেন।
Leave a Reply