শীর্ষবিন্দু নিউজ: মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের (এসসিসি) প্রধান বিচারপতি আদলি মনসুর (৬৭) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশ সময় আজ বেলা ৩টা ২৫ মিনিটের দিকে তিনি শপথ নেন।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন আদলি। গত জুন মাসের শেষদিকে এসসিসি’র সাবেক প্রধান বিচারপতি মাহের আল বেহেইরির মেয়াদ শেষ হলে মনসুর তার স্থলাভিষিক্ত হন। ১৯৯২ সাল থেকে তিনি এসসিসি’র ডেপুটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মিসরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণকারী আদলি মনসুর ১৯৬৭ সালে কায়রো ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ ও ১৯৭০ সালে তিনি জেনারেল ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে আদলি ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ইকোল ন্যাশনালে দে এল’অ্যামিনিস্ট্রেশনে যান। সেখানে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৮৪ সালে মিসরের স্টেট কাউন্সিলের চ্যান্সেলর হিসেবে কাজ করেন মনসুর ও ১৯৯২ সালে সেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিবাহিত মনসুরের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
[youtube id=”jM7q_xazZCg” width=”600″ height=”350″]
Leave a Reply