শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮

জিসিসি নির্বাচন: ভোট কেন্দ্রে পাঠানো শুরু ব্যালট-বাক্স

জিসিসি নির্বাচন: ভোট কেন্দ্রে পাঠানো শুরু ব্যালট-বাক্স

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রথম নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ৩৯২টি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, অমোচনীয় কালিসহ অন্যান্য উপকরণ যার যার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থিত দুই প্রার্থীসহ মোট ছয় জন গাজীপুর সিটির প্রথম মেয়র হওয়ার লড়াইয়ে আছেন।

৫৭টি সাধারণ ওয়ার্ড ও মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত ১৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি কর্পোরেশনে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট দেবেন ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটার, যাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী। টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গত জানুয়ারিতে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। এটি দেশের একাদশ সিটি কর্পোরেশন।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024