বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৫১

১০০ উদ্ভাবন কেন্দ্র চালুর ঘোষণা

১০০ উদ্ভাবন কেন্দ্র চালুর ঘোষণা

/ ১৫৫
প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

আমিনুর রহমান: ভারতের কয়েকটি প্রদেশে নিজস্ব ‘উদ্ভাবন কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি উদ্ভাবনী কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ূসহ প্রায় ১৪টি রাজ্যে ১৪ কেন্দ্র স্থাপনের কাজ অচিরেই শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব কেন্দ্র থেকে সফটওয়্যার নিয়ে গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানও দেওয়া হবে। কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি চারটি রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অচিরেই চুক্তি করতে যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, এই কেন্দ্র স্থাপনের ফলে ভারতের ৫ লাখ শিক্ষার্থী সুবিধা পাবে। তবে সফটওয়্যার খাতে দক্ষতার ভিত্তিতে এক লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে মাইক্রোসফটের সনদ। আগামী বছরের মধ্যে ৭৫টির মতো উদ্ভাবনী কেন্দ্র চালু করা হবে। তবে ২০১৪ সালের মধ্যে এ সংখ্যা ১০০ তে উত্তীর্ণ হবে। বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ গবেষণার পাশপাশি শিক্ষার্থীদের মেধাবিকাশে দারুণ সহায়ক হবে। মাইক্রোসফটের ভারতের মহাব্যবস্থাপক জোসেফ ল্যান্ডিসের মতে, প্রশিক্ষণ, শিক্ষা কার্যক্রম এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে শক্তিশালী নতুন আইডিয়া উদ্ভাবনে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023